Header Ads

Header ADS

বিজয় দিবসের গান 2022 | ১৬ ই ডিসেম্বর গান | 16 december gan (15+)


আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আসা করি আল্লাহর রহমতে ভালো আছেন। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করা করছি আজকের পোস্ট। আজকের পোস্টে আপনাদের মাঝে শেয়ার করবো সেরা কয়েকটি ১৬ ডিসেম্বর গান বা 16 december gan 

১৬ ডিসেম্বর গান। ১৬ ডিসেম্বর বিজয় দিবস গান। 16 december gan

১৬ ডিসেম্বর বাঙালি জাতীর জন্য একটা অবিস্মরণীয় দিন। এই দিনে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটিয়ে বাঙালি পেয়েছিল একটি স্বাধীন দেশ একটি পতাকা। বাংলাদেশের মানুষ দিনটিকে জমকালো আয়োজনের মাধ্যমে পালন করে থাকে।

অনেকেই ১৬ ই ডিসেম্বরের গান অনলাইনে সার্চ করে থাকেন। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম কিছু জনপ্রিয় বিজয় দিবসের গান লিস্ট। আজকের পোস্ট এর মাধ্যমে পাবেন বিজয় দিবসের গান, স্বাধীনতার গান, দেশের গান, ১৬ ডিসেম্বর এর গান, বা 16 December gan list।

নিচে কিছু বিজয় দিবসের গানের লিস্ট দেওয়া হলো।

  • মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি
  • সালাম সালাম হাজার সালাম
  • ও আমার দেশের মাটি
  • এক সাগর রক্তের বিনিময়ে 
  • মাগো ভাবনা কেন
  • জন্ম আমার ধন্য হলো মাগো
  • এক নদী রক্ত পেড়িয়ে 
  • ভেবোনা গো মা
  • ও আমার বাংলা মা
  • মাগো তোমার সোনা মানিক ছুটি হলেও ফিরবে না
  • সোনা সোনা সোনা লোকে বলে সোনা
  • দাম দিয়ে কিনেছি বাংলা 
  • শোন একটি মুজিবরের কথা
  • মোদের গর্ব মোদের আশা, আ-মরি বাংলা ভাষা 
  • ঘুমের দেশে ঘুম ভাঙতে, ঘুমিয়ে গেল যারা

আপনারা চাইলে এগুলো অনলাইনে শুনতে পারবেন অথবা ডাউনলোড করেও শুনতে পারবেন।

No comments

Powered by Blogger.