রাষ্ট্রবিজ্ঞানের জনক কে | পলিটিক্যাল সাইন্স এর জনক কে জানুন
রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে অসামান্য অবদান এবং রাষ্ট্র সম্পর্কিত সমস্যাবলীর বৈজ্ঞানিক সমাধানের জন্য গ্রীক দার্শনিক এরিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। এরিস্টটল সর্বপ্রথম তার বিখ্যাত গ্রন্থ The Politics এ রাষ্ট্রের উৎপত্তি, বৈশিষ্ট্য, ও প্রকৃতি সম্পর্কে আলোচনা করেছেন। গ্রিক দার্শনিক এরিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের আদি জনক ও বলা হয়।
গ্রিক দার্শনিক এরিস্টটল
এরিস্টটল ৩৮৪ খ্রীস্টপূর্বে ম্যাডিসন উপকূলবর্তী স্টাগিরাস নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম নিকোম্যাকাস। তার পিতা ছিলেন একজন চিকিৎসক। শৈশবে তার পিতা মারা যায়। ১৭ বছর বয়সে তিনি এথেন্সে গমন করেন এবং প্লেটোর একাডেমিতে যোগ দেন। ৩২২ খ্রীস্টপূর্বে ক্যালসিসে ৬৩ বছর বয়সে এরিস্টটলের মৃত্যু হয়। (Source)
No comments