জেনে নিন ২০২২ সালে শবে মেরাজ কত তারিখে | Shab e meraj 2022 date in Bangladesh
২০২২ সালে শবে মেরাজ কবে এবং কত তারিখে | শবে মেরাজ কত তারিখে | Shab e meraj 2022 date in bangladesh
আসসালামু আলাইকুম প্রিয় পাঠকবৃন্দ। আসা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। যারা শবে মেরাজ ২০২২ কত তারিখে জানতে চান তাদের জন্য নিয়ে আসলাম আজকের পোস্ট। আজকে আপনাদের সাথে শেয়ার করবো ২০২২ সালে শবে মেরাজ কবে এবং কত তারিখে পালিত হবে। এবং সাথে সংক্ষেপে আলোচনা করবো শবে মেরাজ কি এবং পবিত্র শবে মেরাজের ফজিলত। তো চলুন মুল টপিকে যাওয়া যাক।
শবে মেরাজ কি?
শবে এবং মেরাজ দুটি আরবি শব্দ। শবে এর অর্থ রাত এবং মেরাজ শব্দের অর্থ উর্ধ্বে গমন। অর্থাৎ শবে মেরাজ এর অর্থ উর্ধ্বে গমনের রাত। আমাদের মহানবী হজরত মুহাম্মদ (স.) এই রাতে সাত আসমান পাড়ি দিয়ে মহান আল্লাহর দিদার লাভ করেছিলেন। এবং তিনি এই রাতে আল্লাহর কাছ থেকে পাচ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে আসেন। মহানবী হজরত মুহাম্মদ (স.) এর জীবনে মেরাজের রাত খুবই তাৎপর্যপূর্ণ একটি রাত। এই রাত মুসলিমরা মর্যাদা এবং আল্লাহর ইবাদতের মাধ্যমে পালন করে।
শবে মেরাজ ২০২২ কত তারিখে
২০২২ সালের ১ মার্চ পবিত্র লাইলাতুল মিরাজ
Shab e meraj 2022 date in Bangladesh
1 March 2022
আসা করি সরকারি ক্যালেন্ডার অনুযায়ী ২০২২ সালের শবে মেরাজ কত তারিখে বা শবে মেরাজ কবে হবে তা জানতে পেরেছেন। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে পবিত্র রজনী তে তার ইবাদত করার তৌফিক দান করুন।
- সেরা কিছু আবু রায়হানের নতুন গজল
- জেনে নিন ২০২২ সালের শবে মিরাজ, শবে বরাত, শবে কদরের তারিখ
- কেমন তোমার ঈমান গজল লিরিক্স
- অনলাইনে মোবাইল দিয়ে আয় করার সেরা মাধ্যম Picoworker থেকে কিভাবে আয় করবেন
No comments