Header Ads

Header ADS

বিকাশ কাস্টমার কেয়ার নারায়ণগঞ্জ এর ঠিকানা, লোকেশন এবং ফোন নাম্বার

আসসালামু আলাইকুম, Techknow24.com এ সবাইকে স্বাগতম! আসা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরা সবাই জানি বর্তমানে বাংলাদেশে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং এর মধ্যে বিকাশ অন্যতম। বিকাশের মাধ্যমে খুব সহজে যে কোন যায়গা থেকে মোবাইলের মাধ্যমে টাকা আদান-প্রদান করা যায়। তবে অনেক সময়ে বিভিন্ন সমস্যার জন্য আমাদের প্রয়োজন পড়ে বিকাশ কাস্টমার সার্ভিসের সাহায্য। আজকে আপনাদের জানাবো বিকাশ কাস্টমার কেয়ার নারায়ণগঞ্জ এর আউটলেট গুলোর সম্পর্কে। 

বিকাশ কাস্টমার কেয়ার নারায়ণগঞ্জ এর ঠিকানা, লোকেশন এবং ফোন নাম্বার

বিকাশ কাস্টমার কেয়ার নারায়ণগঞ্জ এর শাখা সমূহ

আপনি যদি নারায়ণগঞ্জ বা এর আশেপাশে বসবাস করেন তাহলে বিকাশ কাস্টমার কেয়ার নারায়ণগঞ্জ এর আপনার নিকটবর্তী কোন শাখা বা আউটলেট থেকে কাস্টমার সেবা নিতে পারবেন। এখানে কিছু ঢাকা নারায়নগঞ্জে অবস্থিত বিকাশ কাস্টমার কেয়ার আউটলেট এর নাম এবং ঠিকানা প্রদান করা হলো

1. মনি এন্টারপ্রাইজ, প্রেমা টাওয়ার, দোকান নম্বরঃ ৮/৮এ, (২য় তলা), খাদুন, রূপসী, রুপগঞ্জ, নারায়নগঞ্জ

    2. এস এইচ প্লাজা, পঞ্চোবাটি, ফতুল্লা, নারায়ণগঞ্জ
      3. রাজন মোবাইল শপ, ভূঁইয়া প্লাজা, থানা রোড, সোনারগাঁও, নারায়নগঞ্জ
        4. মেসার্স মতিন টেলিকম, পিঙ্কি সুপার মার্কেট, প্রথম তল, আড়াইহাজার বাজার, আড়াইহাজার, নারায়ণগঞ্জ
          5. আফিয়া মেডিসিন কর্নার, ১৭৫ নং খোন্দকার টাওয়ার, দেওভোগ, নারায়ণগঞ্জ
            6. ইউকে কম্পিউটার এন্ড টেলিকম কেয়ার, বি-02, গ্রাউন্ড ফ্লোর, এম.এস টাওয়ার, সিদ্ধিরগঞ্জ পুল, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ

            বিকাশ কাস্টমার কেয়ার সার্ভিস সম্পর্কে 

            বিকাশ তাদের গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে সারাদেশে তাদের কাস্টমার কেয়ার আউটলেট চালু করেছে। আপনি যদি বিকাশ ব্যাবহারে কোন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে খুব সহজে আপনার এলাকার বিকাশ কাস্টমার সার্ভিস পয়েন্টে যোগাযোগ করতে পারবেন। 

            সাধারণত ছোটখাটো কোন সমস্যার জন্য বিকাশ কাস্টমার সার্ভিস নম্বরে যোগাযোগ করলে বিকাশের কাস্টমার এজেন্ট আপনাকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করতে পারে। বিকাশ কাস্টমার কেয়ার নম্বরঃ 16247 
            এছাড়া অনলাইনে চ্যাটের মাধ্যমেও বিকাশ কাস্টমার সার্ভিস নিতে পারবেন। বিকাশ কাস্টমার প্রতিনিধির অনলাইন চ্যাটের মাধ্যমে যোগাযোগ এখানে ক্লিক করুন

            বিকাশ কাস্টমার কেয়ার নারায়ণগঞ্জ এর শাখা সমূহ থেকে আপনার নিকটবর্তী কোন শাখা থেকে আপনার সমস্যার সমাধান পেতে পারেন। তাছাড়া আপনার সমস্যা যদি ছোটখাটো হয়ে থাকে তাহলে কাস্টমার কেয়ারে না গিয়েই ঘরে বসে চ্যাটিং কিংবা ফোনে কথা বলে প্রয়োজনীয় সেবা নিতে পারেন। আর যদি বড় কোন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে প্রয়োজনীয় ডকুমেন্টস সাথে নিয়ে নিকটস্থ কাস্টমার কেয়ার আউটলেটে যোগাযোগ করতে পারেন।

            No comments

            Powered by Blogger.