Header Ads

Header ADS

বিকাশ কাস্টমার কেয়ার চট্টগ্রাম এর ঠিকানা, লোকেশন এবং ফোন নাম্বার

বিকাশ কাস্টমার কেয়ার চট্টগ্রাম এর ঠিকানা, লোকেশন এবং ফোন নাম্বার

আসসালামু আলাইকুম, Techknow24.com এ সবাইকে স্বাগতম! আসা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরা সবাই জানি বর্তমানে বাংলাদেশে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং এর মধ্যে বিকাশ অন্যতম। বিকাশের মাধ্যমে খুব সহজে যে কোন যায়গা থেকে মোবাইলের মাধ্যমে টাকা আদান-প্রদান করা যায়। তবে অনেক সময়ে বিভিন্ন সমস্যার জন্য আমাদের প্রয়োজন পড়ে বিকাশ কাস্টমার সার্ভিসের সাহায্য। আজকে আপনাদের জানাবো বিকাশ কাস্টমার কেয়ার চট্টগ্রাম আউটলেট গুলোর ঠিকানা, লোকেশন এবং ফোন নাম্বার সম্পর্কে। 

বিকাশ কাস্টমার কেয়ার চট্টগ্রাম এর শাখা সমূহ

আপনি যদি চট্টগ্রাম বা এর আশেপাশে বসবাস করেন তাহলে বিকাশ কাস্টমার কেয়ার চট্টগ্রাম এর আপনার নিকটবর্তী কোন শাখা বা আউটলেট থেকে কাস্টমার সেবা নিতে পারবেন। এখানে চট্টগ্রাম অবস্থিত বিকাশ কাস্টমার কেয়ার আউটলেট এর নাম, লোকেশন এবং ঠিকানা প্রদান করা হলো

  1. আল-আমিন টেলিকমিউনিকেশন সার্ভিসেস, জেলা পরিষদ মার্কেট - ২ (ডাক বাংলো রোড), হাটহাজারী, চট্টগ্রাম
  2. তাহের স্টোর (এসএম চৌধুরী সুপার মার্কেট), গুণাগরি বাজার, বাঁশখালী, চট্টগ্রাম
  3. মাসুম এন্টারপ্রাইজ, কলেজ রোড, ছাগলনাইয়া, ফেনী, চট্টগ্রাম
  4. আয়শা হক টাওয়ার (নীচ তলা), বশুরহাট কলেজ, কোম্পানীগঞ্জ, নোয়াখালি, চট্টগ্রাম
  5. এস এস ট্রেডিং, এস হক ভবন,১ তলা,মিরসরাই,পৌরসভা,মিরসরাই,চট্টগ্রাম
  6. কে টেলিকম নিউ, সিটি সেন্টার(নীচতলা), দোকান নং এ-৯, সাতকানিয়া, চট্টগ্রাম।
  7. নূরী এন্টারপ্রাইজ, দক্ষিন মহাদেবপুর, হোল্ডিং নং ১৮১/১, ডি, টি রোড, ওয়ার্ড নং ০৬, সীতাকুন্ড পৌরসভা, চট্টগ্রাম।
  8. সালমা ট্রেডার্স, নুরজাহান টাওয়ার (নিচ তলা),মেইন রোড, উখিয়া, চট্টগ্রাম
  9. নজরুল টেলিকম এন্ড ডিপার্টমেন্ট ষ্টোর, কলেজ রোড, বিবিরহাট, ফটিকছড়ি,চট্টগ্রাম
  10. আল মক্কা এন্টারপ্রাইজ, গাছবাড়িয়া, স্কুল মার্কেট, চন্দানাইশ, চট্টগ্রাম
  11. সায়েদ মেটাল, কলেজ রোড, পৌর সদর, পূর্ব গোমদন্দী, ওয়ার্ড-৬, বোয়ালখালী, বোয়ালখালী, চট্টগ্রাম
  12. মেসার্স মনির এন্টারপ্রাইজ, মনির টাওয়ার, আনোয়ারা সদর, চট্টগ্রাম
  13. আরিফ এন্টারপ্রাইজ, ১৩৭৫/এ, বি-১, সিডিএ আর/এ, কর্নেল হাট, আকবরশাহ্‌, চট্টগ্রাম
  14. একতা টেলিকম, ডাক বাংলোর মোড়, ও-০৭, পটিয়া, চট্টগ্রাম
  15. মেসার্স এস কে টেলিকম, সোদিয়া মার্কেট ১ ম তলা, রাওজারহাট, পৌর এলাকা, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
  16. আল-আমিন ট্রেডিং কর্পোরেশন, সায়েদ প্লাজা, লোহাগাড়া, চট্টগ্রাম।

বিকাশ কাস্টমার কেয়ার সার্ভিস সম্পর্কে 

বিকাশ তাদের গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে সারাদেশে তাদের কাস্টমার কেয়ার আউটলেট চালু করেছে। আপনি যদি বিকাশ ব্যাবহারে কোন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে খুব সহজে আপনার এলাকার বিকাশ কাস্টমার সার্ভিস পয়েন্টে যোগাযোগ করতে পারবেন। 


সাধারণত ছোটখাটো কোন সমস্যার জন্য বিকাশ কাস্টমার সার্ভিস নম্বরে যোগাযোগ করলে বিকাশের কাস্টমার এজেন্ট আপনাকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করতে পারে। বিকাশ কাস্টমার কেয়ার নম্বরঃ 16247 

এছাড়া অনলাইনে চ্যাটের মাধ্যমেও বিকাশ কাস্টমার সার্ভিস নিতে পারবেন। বিকাশ কাস্টমার প্রতিনিধির অনলাইন চ্যাটের মাধ্যমে যোগাযোগ এখানে ক্লিক করুন

বিকাশ কাস্টমার কেয়ার চট্টগ্রাম এর শাখা সমূহ থেকে আপনার নিকটবর্তী কোন শাখা থেকে আপনার সমস্যার সমাধান পেতে পারেন। তাছাড়া আপনার সমস্যা যদি ছোটখাটো হয়ে থাকে তাহলে কাস্টমার কেয়ারে না গিয়েই ঘরে বসে চ্যাটিং কিংবা ফোনে কথা বলে প্রয়োজনীয় সেবা নিতে পারেন। আর যদি বড় কোন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে প্রয়োজনীয় ডকুমেন্টস সাথে নিয়ে নিকটস্থ কাস্টমার কেয়ার আউটলেটে যোগাযোগ করতে পারেন।

No comments

Powered by Blogger.