এজিথ্রোমাইসিন ৫০০ দাম কত এর কাজ কি এবং খাওয়ার নিয়ম
এজিথ্রোমাইসিন ৫০০ সংবেদনশীল অনুজীব সমুহের দ্বারা সৃষ্ট সংক্রমণ যেমনঃ ব্রাংকাইটিস, নিউমোনিয়া, শ্বাসতন্ত্রের সংক্রমন, ইত্যাদি রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়।
এখানে জেনে নিতে পারবেন এজিথ্রোমাইসিন ৫০০ দাম কত এবং এর কাজ কি ও খাওয়ার নিয়ম।এজিথ্রোমাইসিন ৫০০ দাম কত
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের এজিথ্রোমাইসিন ৫০০ এর দাম ৩৫ টাকা করে। এবং প্রতি প্যাক ৯ পিস ৩১৫ টাকা।এজিথ্রোমাইসিন ৫০০ এর কাজ কি
এরিথ্রোমাইসিন একটি এজালাইড এন্টিবায়োটিক যেটি গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ অনুজীব সমুহের বিরুদ্ধে কার্যকরী।এজিথ্রোমাইসিন সংবেদনশীল জীবানুসমূহের রাইবোজোমের ৫০ s নামক অংশে সংযুক্ত হয়ে জীবাণুর দেহে প্রোটিন তৈরিতে বাধা দেয়।
এজিথ্রোমাইসিন ৫০০ খাওয়ার নিয়ম
প্রাপ্তবয়ষ্কদের ক্ষেত্রে ৫০০ মিঃ গ্রাঃ দৈনিক একবার করে তিন দিন অথবা প্রথম তিন দিন ৫০০ মিঃ গ্রাঃ করে এবং পরবর্তী দ্বিতীয় থেকে পঞ্চম দিন পর্যন্ত ২৫০ মিঃ গ্রাঃ করে ৪ দিন।শিশুদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। তথ্যসূত্র
No comments