জনপদ কি এবং জনপদ বলতে কী বোঝায়?
জনপদ কি। জনপদ কাকে বলে। জনপদ বলতে কি বোঝায়
প্রাচীনকাল থেকেই মানুষ একত্রে বসবাস করে আসছে। প্রাচীনকালে বাংলার বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র ভৌগোলিক এলাকায় মানুষের জনবসতি গড়ে উঠে। এসব ভৌগোলিক এলাকায় বসবাসরত জনগনের সমষ্টিকে জনপদ বলা হত।
আসুন জেনে নেই জনপদ কি বা জনপদ বলতে কি বোঝায়।
জনপদঃ প্রাচীনকালে বাংলা এখনকার মত একক কোন রাষ্ট্র ছিল না। তখন বাংলা অনেকগুলো বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র এলাকা বা অঞ্চলে বিভক্ত ছিল। এসকল এলাকা বা অঞ্চলের শাসকরা নিজেদের মত করে শাসন করতেন। এককথায় বাংলার প্রাচীন এসব এলাকা বা অঞ্চলকে সমষ্টিগতভাবে জনপদ বলা হয়।
প্রাচীন বাংলার জনপদ গুলোর মধ্যে অন্যতম কয়েকটি জনপদ হলো: গৌড় , বঙ্গ, বরেন্দ্র, হরিকেল, সমতট, পুণ্ড্র, বরেন্দ্র জনপদ ইত্যাদি।
আরো পড়ুন: সমতট জনপদ কোথায় অবস্থিত
12225798
ReplyDelete12225798
ReplyDelete