Header Ads

Header ADS

জেনে নিন সমতট জনপদ কোথায় অবস্থিত ছিল

সমতট জনপদ কোথায় অবস্থিত? সমতট অঞ্চলের বর্তমান নাম কি এবং কোথায় অবস্থিত?

সমতট জনপদ কোথায় অবস্থিত? সমতট অঞ্চলের বর্তমান নাম কি এবং কোথায় অবস্থিত? 

উত্তরঃ প্রাচীন বাংলা এখনকার মত একক কোন রাষ্ট্র ছিল না। প্রাচীনকালে বাংলা বিভিন্ন এলাকা/জনপদে বিভক্ত ছিল। বাংলার প্রাচীন জনপদের মধ্যে সমতট জনপদ অন্যতম। পূর্ব এবং দক্ষিণ-পূর্ব বাংলায় ব্রাহ্মপুত্র নদীর মুখে  অবস্থিত বঙ্গ জনপদের প্রতিবেশী জনপদ ছিল সমতট জনপদ। ধারণা করা হয় চতুর্থ থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত সমতট জনপদের বিস্তৃতি ছিল প্রায় ৫০০ মাইল। ভারতের বর্তমান ত্রিপুরা অঞ্চল ছিল সমতট অঞ্চলের অন্যতম অংশ। 

সমতট জনপদ কোথায় অবস্থিত 

বাংলাদেশের বর্তমান বৃহত্তর কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালী অঞ্চল নিয়ে সমতট জনপদ অবস্থিত ছিল। সাত শতকে সমতট জনপদের রাজধানী ছিল কুমিল্লা শহরের ১২ মাইল পশ্চিমে বড় কামতা নামক স্থানে। (তথ্যসূত্র)

আরো পড়ুন: জনপদ কি এবং জনপদ বলতে কী বোঝায়?

1 comment:

Powered by Blogger.