নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত যে নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত
নৃতাত্ত্বিকভাবে বাঙালি জাতি কোন একক জাতিগোষ্ঠী নয়। বাঙালি জাতি একটি মিশ্র জাতি। যুগ যুগ ধরে এ অঞ্চলে বিভিন্ন জাতিগোষ্ঠীর আগমন ঘটেছে এবং চলেও গিয়েছে। বিভিন্ন জাতিগোষ্ঠীর সমন্বয়ে আজকের বাঙালি জাতি সৃষ্টি হয়েছে।
নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ যে নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত
নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত আদি - অস্ট্রেলীয় নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত । ধারণা করা হয় ৫ থেকে ৬ হাজার বছর আগে এরা এ অঞ্চলে আসে এবং বসতি স্থাপন করে।আদি অস্ট্রেলীয়দের গড়ন, এদের মাথা লম্বা আকৃতির, নাক চওড়া, গায়ের রং মিশমিশে কালো এবং উচ্চতা মধ্যমাকার।
বাঙালিদের মধ্যে এ জাতিগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি। সাওতাল, ভীল, ভূমিজ, মালপাহাড়ি, কোল, চন্ডাল প্রভৃতি আদি অস্ট্রেলীয়দের সাথে সম্পৃক্ত।
অনার্স রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল সাবজেক্টের শর্ট সাজেশন পেতে আমাদের গুগল নিউজ ফলো করে সাথেই থাকুন। সকল নতুন আপডেট পেতে ফেসবুক পেজ ফলো করুন।
No comments