নিষাদ জাতি কাদের বলা হয়
আমরা সাঁওতাল এবং মুন্ডা জাতিগোষ্ঠীর সাথে সবাই কমবেশি পরিচিত। তবে এই জাতিগোষ্ঠী মুলত নিষাদ জাতি হিসেবে পরিচিত।
আজকে আমরা জানবো নিষাদ জাতি কারা এবং কাদের নিষাদ জাতি বলা হয়।
নিষাদ জাতি
নিষাদ জাতি একটি অতি প্রাচীন জাতিগোষ্ঠী। ইংরেজিতে এদের বলা হয় অস্ট্রিক নরগোষ্ঠী।প্রাচীনকালে অস্ট্রিক তথা নিষাদ জাতিগোষ্ঠী বাংলায় আগমন করে। এ গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে বলে মনে করা হয়।
নিষাদ জাতিগোষ্ঠীর আদি নিবাস দক্ষিণ- পূর্ব এশিয়ায়। সেখান থেকে তারা ভারত, আন্দামান দ্বীপপুঞ্জ, অস্ট্রেলিয়া, পাপুয়া নিউগিনি, শ্রীলঙ্কা প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে পড়ে।
ভারত অঞ্চলের নিষাদ জাতিগোষ্ঠীর অন্যতম ভাষা ছিল মুন্ডা, খাসি। তাদের সভ্যতা গড়ে উঠেছিল কৃষিনির্ভর।
নিষাদ জাতিগোষ্ঠীর আদি নিবাস দক্ষিণ- পূর্ব এশিয়ায়। সেখান থেকে তারা ভারত, আন্দামান দ্বীপপুঞ্জ, অস্ট্রেলিয়া, পাপুয়া নিউগিনি, শ্রীলঙ্কা প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে পড়ে।
ভারত অঞ্চলের নিষাদ জাতিগোষ্ঠীর অন্যতম ভাষা ছিল মুন্ডা, খাসি। তাদের সভ্যতা গড়ে উঠেছিল কৃষিনির্ভর।
তারা নারকেল, সুপারি, লাউ, বেগুন, কলা, পান, হলুদ, আদা ইত্যাদি চাষ করতো।
মরিচ, লাঙল, তাম্বুল, কার্পাস, ফল ইত্যাদি অস্ট্রিক ভাষার শব্দ যা বাংলা ভাষায় অন্তর্ভুক্ত হয়েছে। (তথ্যসূত্র)
মরিচ, লাঙল, তাম্বুল, কার্পাস, ফল ইত্যাদি অস্ট্রিক ভাষার শব্দ যা বাংলা ভাষায় অন্তর্ভুক্ত হয়েছে। (তথ্যসূত্র)
অনার্স রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল সাবজেক্টের শর্ট সাজেশন পেতে আমাদের গুগল নিউজ ফলো করে সাথেই থাকুন। সকল নতুন আপডেট পেতে ফেসবুক পেজ ফলো করুন।
No comments